ভারতীয় ডাক বিভাগের ছবি পোস্টকার্ডে থাকবে ঝাড়গ্রাম রাজবাড়ির ছবি।ঝাড়গ্রাম রাজবাড়ি ছাড়াও চিল্কিগড়ের রাজবাড়ি ও পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলের রাজবাড়ি এবং কুরুমবেড়ার দুর্গও স্থান পেয়েছে ভারতীয় ডাক বিভাগের রঙিন পোস্টকার্ডে।
সোমবার ঝাড়গ্রামের শ্রীরামপুরের একটি বেসরকারি হোম স্টেতে ডাক বিভাগের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই পোস্ট কার্ড গুলির উদ্বোধন করা হয়। পোস্ট কার্ড উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (সাউথ বেঙ্গল রিজিয়ন) শশীশালিনী কুজুর। অনুষ্ঠান মঞ্চ থেকে শশীশালিনী কুজুর বলেন, দেশ বিদেশের বিভিন্ন মানুষের কাছে গুরুত্বপূর্ণ স্থানকে পৌঁছে দিতে পোস্ট কার্ডের ছবি ব্যবহার করা হয়। সেই কারণে ঝাড়গ্রামের রাজবাড়ি, চিল্কিগড়ের রাজবাড়ি ও কুরুমবেড়ার দুর্গকে পোস্টকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ পোস্টকার্ড গুলি কিনে বিভিন্ন জায়গায় পাঠালে গুরুত্বপূর্ণ স্থানে প্রচার হবে। এছাড়াও পর্যটকরা ওই ছবি দেখে ঘুরতে এলে বাংলার পর্যটনের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
বাংলার পর্যটনের গুরুত্বপূর্ণ জায়গা ঝাড়গ্রাম। শালের জঙ্গলে ঘেরা এই অরণ্য ঝাড়গ্রাম। অরণ্য উপভোগ করার জন্য দেশ-বিদেশের বহু মানুষ সারা বছর ভিড় জমান এই জায়গায়। এবার ডাক বিভাগের এই উদ্যোগে ঝাড়গ্রামের প্রচার হবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে।
Comments are closed.