দাম বাড়লো ‘বাংলার ডেয়ারি’ দুধের, লিটার প্রতি দাম বেড়েছে ২ টাকা

এবার বাড়লো বাংলার ডেয়ারি দুধের দাম। লিটার প্রতি দুধের দাম বেড়েছে ২ টাকা করে। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। অন্যান্য সামগ্রীর দাম বেড়েছে, পরিবহণের খরচও বেড়েছে, তাই দুধের দাম বৃদ্ধি করা হয়েছে বলা জানানো হয়েছে প্রাণি বিকাশসম্পদ দফতরের তরফে। দাম বৃদ্ধির পরেও বাজারের অন্যান্য দুধের থেকে বাংলার ডেয়ারি দুধের দাম লিটার পিছু ৮ থেকে ১০ টাকা কম বলে দাবি প্রাণিসম্পদ বিকাশ দফতরের।

দাম বৃদ্ধির পর বাংলার ডেয়ারি ডবল টোনড দুধের দাম হয়েছে লিটার প্রতি ৪২ টাকা। প্রাণসুধা গরুর দুধের দাম হয়েছে ৪৮ টাকা। সুপ্রিম দুধের দাম হয়েছে ৫২ টাকা। লুজ সুস্বাস্থ্য দুধের দাম হয়েছে ৩৬ টাকা। উল্লেখ্য, ২০২১ সালের শেষের দিকে চালু হয় বাংলার ডেয়ারি। দাম বেড়েছে ডিম ও মুরগির মাংসের। কয়েকদিন আগেই আমূল, মাদার ডেয়ারির মতন কোম্পানি দাম বাড়িয়েছে দুধের। এবার বাংলার ডেয়ারির দাম বেড়ে যাওয়ার ফলে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে।

Comments are closed.