মিটিং, মিছিলে ব্যস্ত শহর কলকাতা। বুধবার কলকাতায় সকাল থেকে যানজট। কোথাও কোথাও দেখা মিলছে না বাসের। নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। অফিস যাওয়ার সময় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। শুধু কলকাতা নয় জেলাগুলিতেও একই ছবি ধরা পড়েছে। রাস্তায় এদিন সরকারি ও বেসরকারি বাসের দেখা নেই।
এদিন শহিদ মিনারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভা। অন্যদিকে বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। অন্যদিকে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধরনা। বিকেল ৩ টের সময় মৌলালি থেকে বাম, কংগ্রেসের মিছিল রয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ রয়েছে। দুপুর ২ তো নাগাদ ধরনায় বসবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে হাইভোল্টেজ বুধবারে রাজনৈতিক কর্মসূচিতে ঠাসা শহর কলকাতা। জেলা থেকে বিভিন্ন মানুশ ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন।
যানজট তৈরি হয়েছে ডাফরিন রোড, ডোরিনা ক্রসিং, নিউ রোড, জওহরলাল নেহরু রোড, রেড রোড, মেট্রো চ্যানেলে।পাশাপাশি শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে বিজেপির অবস্থানের জেরে বিধান সরণি, শ্যামবাজার ও বিটি রোডের একাংশে যানজট তৈরি হয়েছে।
Comments are closed.