মেট্রো রেল নিয়ে ফের বড়সড় খবর দিল রেল। সম্প্রতি জোকা তারাতলা রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। এবার ওই রুটে দ্বিগুণ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। জানা গিয়েছে, আগামী ১ মে সোমবার থেকে জোকা তারাতলা পার্পল লাইনে দ্বিগুন সংখ্যক মেট্রো চলবে।
মেট্রো রেল সূত্রে খবর, ১ মে থেকে জোকা তারাতলা রুটে ২৪টি করে মেট্রো চলবে। ১২টি আপ এবং ১২টি ডাউন ট্রেন থাকবে। বর্তমানে জোকা তারাতলা রুটে ৬০ মিনিট অন্তর মেট্রো থাকে। তবে ট্রেনের সংখ্যা দ্বিগুণ হলে ৪০ মিনিট অপেক্ষা করেই পরবর্তী মেট্রো পাবেন যাত্রীরা। মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র এ প্রসঙ্গে জানান, এই রুটে মেট্রো চালু হওয়ার পর নিত্যযাত্রীরা মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছিল। সেই মতো ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে শনি ও রবিবার ওই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলেই জানিয়েছে সিপিআরও।
উল্লেখ্য, ১৪ মাস আগে জোকা তারাতলা রুটে মেট্রো চলাচল শুরু হয়। বর্তমানে ওই রুটে ১২ টি করে মেট্রো চলে। মেট্রোর সংখ্যা বাড়লে নিঃসন্দেহে ওই অঞ্চলের মানুষেরা উপকৃত হবেন। তবে, বর্তমানে নতুন রুটগুলোতে ট্রেন চালাতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মেট্রোকে। মেট্রো সূত্রে খবর, জোকা-তারাতলা রুটে মেট্রো চালিয়ে ১০০ টাকা আয় করতে ৪৫০ টাকা খরচ হচ্ছে। সে ক্ষেত্রে ট্রেনের সংখ্যা বাড়লে ক্ষতির পরিমাণ বাড়ারও সম্ভবনা আছে। যদিও মেট্রোর দাবি, মোমিনপুর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে যাত্রীর সংখ্যা বাড়বে, ফলে ক্ষতির বোঝা অনেকটাই সামাল দেওয়া যাবে।
Comments are closed.