তীব্র গরম। কলকাতার তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি। এই অবস্থায় হাসফাঁস অবস্থা সাধারণ মানুষের। হাইকোর্টের আইনজীবীদের গাউন পড়ে সওয়াল করতে হয়। এবার আননজীবীদের গাউন পরা থেকে বিরত করা হল। বুধবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, গাউন পরে থাকা বাধ্যতামূলক নয়।
সামনেই গরমের ছুটি পড়বে। গরমের ছুটির পর জুন মাসে আদালত খুলবে। সেই সময় পর্যন্ত আইনজীবীরা গাউন না পরতেও পারেন। প্রচন্ড গরমে আইনজীবীদের একাংশ গাউন পরা থেকে রেহাই চেয়ে আবেদন করেছিলেন। প্রধান বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, হাইকোর্টে কোর্টরুমে আইনজীবীদের গাউন পরা বাধ্যতামূলক। বাইরে অনেক আইনজীবীদের গাউন না পরে থাকতে দেখা গেলেও কোর্টরুমে তা পরা ছিল বাধ্যতামূলক। গত বছর কোর্টরুমে আইনজীবীদের গাউন পরে আসা বাধ্যতামূলক করেছিল হাইকোর্ট। এরপর ভোট পরবর্তী হিংসার এক মামলায় গাউন না পরে আসায় বিচারপতি ভর্ৎসনা করেছিলেন এক আইনজীবীকে।
প্রসঙ্গত, দেশে করোনা আবহে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সেখানে জানানো হয়েছিল, আইনজীবীদের গাউন পরে আসার প্রয়োজন নেই। কিন্তু করোনার বাড়বাড়ন্ত কমে যাওয়ায় ফের গাউন পরে কোর্টরুমে আসার নির্দেশ দেওয়া হয়েছিল আইনজীবীদের।
Comments are closed.