পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ১১ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা

এপ্রিল মাসে হয়েছিল দুয়ারে সরকার শিবির। সেই শিবিরে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জমা পড়েছে ১১ লক্ষ। নবান্ন সূত্রে খবর এই ১১ লক্ষের মধ্যে ১০ লক্ষের আবেদন মঞ্জুর করা হয়েছে। বাকিদের আবেদন মঞ্জুর করার কাজ চলছে। এই ১১ লক্ষের মধ্যে ১ লক্ষ ৩৬ হাজার তফসিলি জাতি এবং ২৮ হাজার ৬৯৬ জন মহিলা তফসিলি উপজাতির।

 

এপ্রিল মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে ১১ লক্ষ ১৬ হাজার আবেদন জমা পড়েছে। দুই ২৪ পরগনা, মালদা, নদীয়া, হুগলি জেলায় লক্ষ্মীর ভান্ডার আবেদন কারীর সংখ্যা বেশি। সব মিলিয়ে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১ কোটি ৯৯ লক্ষ মহিলা সুবিধা পান।

 

জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের জন্য রাজ্যের খরচ হয় ১০৩০ কোটি টাকা। আরও ১১ লক্ষ আবেদন জমা পড়ায় রাজ্যের আরও খরচ বাড়বে ৭২০ কোটি টাকা।

 

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যের মহিলাদের জন্য চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যের ২৫ বছরের উর্দ্ধে মহিলারা মাসে ৫০০ টাকা করে প্রতি মাসে পায়। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পায়। আগে বলা হয়েছিল ৬০ বছর পর্যন্ত মহিলারা এই প্রকল্পের টাকা পাবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন ৬০ বছর পরেও মহিলারা পাবেন এই টাকা।

Comments are closed.