অফিস টাইমে কলকাতা মেট্রোয় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা। কখনও মেট্রো দেরিতে আসছে, আবার কখনও বাতিলও হয়ে যাচ্ছে। যার জেরে ট্রেনগুলোতে ব্যাপক ভিড় হচ্ছে। এসি রেক থাকলেও, প্রচণ্ড ভিড়ের কারণে কামরার ভিতরে দমবন্ধকর পরিস্থিতি।
যদিও অফিস টাইমই নয়। অফিস ফেরতও মেট্রোর একই ছবি। গত কয়েকদিন ধরেই মেট্রোর এই অবস্থা। যা নিয়ে নিত্যযাত্রীরা বিরক্ত। মেট্রো কর্তৃপক্ষের কাছেও রোজই অভিযোগ জমা পড়ছে। তবে মেট্রোর তরফে যাত্রীদের অভিযোগ মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে।
সকালবেলা অফিসযাত্রীদের ভিড় সামাল দিতে ৫ মিনিট অন্তর মেট্রো চালানো হয়। সেই মেট্রোই এখন ১০ মিনিট কখন কখনও ১২ মিনিট অন্তর চলছে। যার ফলে একটি ট্রেনে কার্যত দুটি ট্রেনের যাত্রী চড়ছে। আবার অতিরিক্তি ভিড়ের কারণে মেট্রোর দরজাও বন্ধ করতে সমস্যা হচ্ছে। যার ফলে মেট্রো ছাড়তেও দেরি হচ্ছে। ট্রেন দেরির সমস্যা নিয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এটা ঠিক যে মেট্রো এখন ধীর গতিতে চলছে। আমরা এ নিয়ে যাত্রীদের অভিযোগও শুনেছি। যাত্রীদের অভিযোগ সত্য। আসলে মেট্রোর কয়েক জায়গায় লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যা কারণে কখনও কখনও ট্রেন বাতিল করতে হচ্ছে। কখনও কখনও মেট্রোর গতিও নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। এই কয়েকদিন এরকম সমস্যা থাকবে। তবে আশা করা হচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই আর এই সমস্যা থাকবে না।
Comments are closed.