ইউক্রেন রাশিয়ার দ্বৈরথের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর; কী বার্তা দিলেন মোদী ?
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে এই প্রথমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ আবহে দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়, সেদিকে তাকিয়ে ছিল বিশ্বের রাজনৈতিক মহল।
জাপানে G7 সম্মেলনের পার্শ্বমঞ্চে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। শনিবার হিরোশিমায় মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনের রাষ্ট্রপতিকে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশ্ববাসীকে এটি নানাভাবে প্রভাবিত করেছে। ভারত এটিকে রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকে দেখছে না। এটা মানবিকতার ইস্যু। জেলিনস্কির উদ্দেশ্যে মোদীর বার্তা, যুদ্ধের প্রভাব কী সেটা আমাদের থেকে আপনারা বেশি জানেন। গত বছর যখন আমাদের দেশের পড়ুয়ার ইউক্রেন থেকে ফিরে এসে সেখানকার পরিস্থিতি বর্ণনা করে, আপনাদের দেশের জনগণের দুর্দশার কথা আমি অনুভব করতে পেরেছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, আপনাকে আশ্বাস দিচ্ছি যে ভারত এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, এই সমস্যার সমাধানের জন্য যা করা সম্ভব সব করব।
Comments are closed.