২৪ মে, বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই ট্যুইট করে তারিখ জানিয়েছিলেন। পরীক্ষা শেষের প্রায় দু’মাস পর ফল প্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে সংসদ। সাংবাদিক বৈঠক শেষে অনলাইনে গিয়ে পড়ুয়ার মার্কশিট দেখতে পারবেন। রেজাল্ট প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তবে ৩১ মে পড়ুয়ার হাতে শংসাপত্র পাবেন।
পর্ষদের তরফে কয়েকটি ওয়েবসাইটের কথা জানানো হয়েছে। যেখান থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট জানতে পারবেন। ওয়েবসাইট গুলো হল, www.wbchse.wb.gov.in
উল্লেখিত ওয়েবসাইটগুলো থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটগুলোতে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য তথ্য দিলে রেজাল্ট জানতে পারবেন।
উল্লেখ্য, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ এবং শেষ হয় ২৭ মার্চ। সংসদ সূত্রে খবর, কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে এবারে সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক দেন।
Comments are closed.