রাজ্য সরকারের কর্মীদের জন্য সু’খবর। জামাইষষ্ঠী উপলক্ষ্যে অর্ধদিবস ছুটির ঘোষণা করল নবান্ন। ২৫ মে বৃহস্পতিবার রাজ্য সরকারের সমস্ত দফতর, অফিস দুপুর দুটোর পর ছুটি থাকছে।
মঙ্গলবারই রাজ্যের অর্থদফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়েছে, জামাইষষ্ঠীর কারণে বৃহস্পতিবার রাজ্য সরকারের সমস্ত অফিস কাচারী দুপুর দুটোর পর বন্ধ হয়ে যাবে। স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও এই তালিকায় থাকবে।
উৎসব প্রেমী বাঙালির জীবনে জামাইষষ্ঠীও একটি বিশেষ দিন। নতুন জামাইদের জন্য তো বটেই সেই সঙ্গে অনুষ্ঠান ঘিরে একটি পরিবারের কাছেও এই দিনটি বিশেষ হয়ে ওঠে। ২০১১-এর রাজ্যে পালাবদলের পর জামাইষষ্ঠী উপলক্ষ্যে মমতা ব্যানার্জির সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করে আসছেন। মাঝে ২০২১ সালে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার পর থেকে অর্ধদিবস ছুটি ঘোষণা করে আসছে রাজ্য সরকার।
Comments are closed.