প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। অনলাইনে ফলাফল দেখা গেলেও এখনও মার্কশিট হাতে পাননি পড়ুয়ার। ৩১ মে স্কুল থেকে মার্কশিট পাবেন পড়ুয়ারা। তবে অনলাইনে ফলাফল দেখে কিছু পরীক্ষার্থী রেজাল্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নানা অভিযোগও রয়েছে। পরীক্ষার্থীরা যাতে রিভিউ ও স্কুটিনি করতে পারে তার ব্যবস্থা রয়েছে। তবে উচ্চ মাধ্যমিকের সংসদ সভাপতি জানিয়েছেন, এবারে রিভিউ এবং স্ক্রুটিনির পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে। তার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে।
সংসদ সভাপতি জানিয়েছেন, ৩১ মে থেকে খোলা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিভিউ-স্ক্রুটিনির পোর্টাল। জানা গিয়েছে, ১৫ জুন পর্যন্ত এই রিভিউর জন্য এই পোর্টালে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। খাতা স্ক্রুটিনি বা রিভিউ পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। খাতা স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য একটি ফি জমা দিতে হয়। সেটিও অনলাইনেও জমা করতে হবে। এবং ছাত্রছাত্রীরা যাতে দ্রুত রিভিউ স্ক্রুটিনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদের অভিযোগ নিষ্পত্তি করতে পারে, সে বিষয়ে তৎপর হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Comments are closed.