ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ এখনও এক রাউন্ড বাকি। তবে লিগ জয় প্রায় নিশ্চিত পিএসজির। এই পরিস্থিতিতে লিগ ওয়ানের সেরাদের পুরস্কার প্রদানও হয়ে গিয়েছে। যাতে দেখা গেল ফের একবার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এই নিয়ে চতুর্থবার তিনি এই খেতাব জিতলেন। রবিবার এক অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই মরশুমে পিএসজির হয়ে ২৮টি গোল করেছেন এমবাপে।
তবে নিজের এই সাফল্যের জন্য সতীর্থ লিও মেসিকেও ধন্যবাদ জানিয়েছেন এমবাপে। এই লীগে পিএসজির একের পর এক গোলের নেপথ্য কারিগর ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরিসংখ্যান বলছে, মেসির সাহায্যে এখনও পর্যন্ত ১৬ টি গোল পেয়েছে পিএসজি। যার বেশিরভাগটাই করেছেন এমবাপে। তাই সর্বচ্চ স্কোরের জন্য মেসিকেও ধন্যবাদ জানিয়েছেন ফরাসি তারকা। পুরস্কার হাতে এমবাপে জানান, অবশ্যই আমার এই পুরস্কারের জন্য লিওকে ধন্যবাদ জানাতে চাই। বাকি সতীর্থদের মতো লিও আমায় সাহায্য করেছেন গোল করতে।
Comments are closed.