মধ্যপ্রদেশে চলছে ন্যাশনাল স্কুল গেমস প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা তাতে অংশগ্রহন করেছে। বাংলা থেকেও পড়ুয়ার অংগগ্রহন করেছে। অ্যাথলেটিকস, সাঁতার, যোগা এবং জিমন্যাস্টিকসের মতো বিভাগে বাংলার পড়ুয়ার একগুচ্ছ পদক জয় করেছে। আর যা নিয়ে ট্যুইটে উচ্ছাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
৬ জুন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ১৩ জুন পর্যন্ত। প্রতিযোগিতার ৩ দিনের মধ্যে অ্যাথলেটিকস, সাঁতার, যোগা এবং জিমন্যাস্টিকসে বাংলা থেকে প্রতিযোগীরা ৮ টি সোনা, ৬টি রূপো এবং ৬টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাথলেটিকসে অংশ নেওয়া রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে সব রাজ্যের শীর্ষে। পদকজয়ীদের ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
We are proud of our dear students who are showing stellar performance in the ongoing 66th National School Games, 2022 – 23 (6th to 13th June).
Within the first 3 days of the competition, these young participants from West Bengal have already won 8 Gold, 6 Silver & 6 Bronze…— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2023
প্রতিবছরই ন্যাশনাল স্কুল গেমসে একাধিক বিভাগে পদক জয় করেন বাংলার প্রতিযোগীরা। এবারেও তার অন্যথা হয়নি। এখনও কয়েকদিন প্রতিযোগিতা রয়েছে। আশা করা হচ্ছে অন্যান্য বিভাগেও বাংলার পড়ুয়ারা একইভাবে সফল হবে।
Comments are closed.