শুরু হয়েছে পঞ্চায়েত ভোট। বিভিন্ন বুথে অশান্তির অভিযোগ তুলছে বিরোধীরা। এদিকে ভোট শুরুর চার ঘন্টার মধ্যে কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া পাঁচটি খুনের ঘটনা ঘটছে। জানা গিয়েছে, নিহত পাঁচ জনের মধ্যে চার জন তৃণমূল কর্মী এবং একজন বিজেপি কর্মী। এই অবস্থায় নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল সওয়া এগারোটার মধ্যে ভোট পড়েছে ২২.৬০%।
এদিন সকাল ১০ টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে আসেন নির্বাচন কমিশনার রাজীব সিংহ। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি সহ বাকি বিরোধী দলগুলো।
এদিকে বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের বক্তব্য, যে পাঁচটি খুনের ঘটনা ঘটেছে তার মধ্যে চার জনই তৃণমূল কর্মী। বিরোধীরা হিংসা ছড়িয়ে ভোট প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে শনিবার সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি।
Comments are closed.