২৫% পর্যন্ত ভাড়া কমবে বন্দে ভারত সহ অন্যান্য এক্সিকিউটিভ ক্লাস ট্রেনের; ঘোষণা রেলের 

কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। এমন কি কোনও কোনও ট্রেনে অর্ধেক সিটও ভর্তি হচ্ছে না। এই অবস্থায় ভাড়া কমিয়ে যাত্রী বাড়ানোর পরিকল্পনা করছে রেল। কয়েকদিন আগেই এমন খবর জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ভারতীয় রেল। জানা গিয়েছে, শুধু বন্দে ভারত এক্সপ্রেসই নয়, ভিস্তা ডোমের মতো বাকি এক্সিকিউটিভ ট্রেনেরও ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

শনিবার রেলের তরফে একটি ট্যুইটে জানানো হয়, বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া কমতে পারে। গত একমাসে যে ট্রেনগুলোর ৫০% বেশি টিকিট বিক্রি হয়নি, সেগুলোর ভাড়া অবিলম্বে কমানো হবে। যদিও কোন ট্রেনের কত ভাড়া কমবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। এই সিদ্ধান্ত বিভিন্ন জোনের কর্মকর্তারাই নেবেন বলে জানা গিয়েছে।

Comments are closed.