রাজ্যসভার ছটি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল; পুরোনদের মধ্যে বাদ গেলেন দু’জন 

আগেই জানা গিয়েছিল পঞ্চায়েত ভোট শেষ হলেই রাজ্যসভার নির্বাচনের প্রস্তুতি করবে তৃণমূল। সেই মতোই সোমবার পুনর্নির্বাচনের দিন রাজ্যসভার ছটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল ঘসফুল শিবির। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ দলনেতা সুখেন্দু শেখর রায়, সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন পুনরায় রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। তবে পুরোনোদের মধ্যে সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীর নাম তৃণমূলের প্রকাশিত তালিকায় নেই। এঁদের জায়গায় প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন, প্রকাশ চিক বড়াই এবং সামিরুল ইসলাম। প্রকাশ চিক বড়াই উত্তরবঙ্গের জেলার তৃণমূল সভাপতি। আর সামিরুল ইসলাম বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী। 

 আগামী আগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় ছটি আসন শূন্য হচ্ছে। এছাড়াও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজনহ ফালেইরো পদত্যাগ করে সেই আসনে উপনির্বাচন রয়েছে। এই পর্বে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সুস্মিতা দেব, সান্তা ছেত্রীদের মেয়াদ শেষ হচ্ছে।  এদের মধ্যে ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেনকে তৃতীয়বারের জন্য রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এবার।  তবে বিধানসভায় কংগ্রেসের বিধায়ক না থাকায় এবারে কংগ্রেসের তরফে রাজ্যসভায় কোনও সাংসদ যাওয়ার সম্ভবনা নেই।    

Comments are closed.