৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সেই উপলক্ষ্যে এদিন ঝাড়গ্রাম সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে তেমনটাই খবর। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত জেলাশাসক পীযূষ গোস্বামী সহ অন্যান্য জেলা আধিকারিক এদিন ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন।
স্টেডিয়ামের দর্শকদের সভাস্থল, কোথায় মঞ্চ তৈরি হবে, ইত্যাদি জায়গা খতিয়ে দেখেন জেলার আধিকারিকরা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও এদিন অন্যান্য আধিকারিকদের সঙ্গে তাঁরা বৈঠক করেন।
সূত্রের খবর, ৮ আগস্ট সন্ধ্যেবেলা ঝাড়গ্রাম পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন তৃণমূল নেত্রী। এদিন স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথাও বলতে পারেন। এরপর ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিনটাও রাতে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সেই থাকবেন তিনি। এরপর ১০ আগস্ট কপ্টারে করে তাঁর কলকাতায় ফেরার কথা।
Comments are closed.