স্বাধীনতা দিবসের দিন মেট্রোর সময়সূচীতে কোনও পরিবর্তন! কী জানাল কর্তৃপক্ষ 

স্বাধীনতা দিবসের দিন মেট্রো পরিষেবার কিছু পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার সে বিষয়েই বিজ্ঞপ্তি দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই দিন সব রুটেই প্রথম এবং শেষ মেট্রোর সময় সূচিতে কোনও বদল থাকছে না। তবে ছুটির দিন থাকায়  দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান বাড়বে।

বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট উত্তর-দক্ষিণ করিডোরে ১৮৮টি মেট্রো চালানো হবে। ৯৪টি আপে এবং ৯৪টি ডাউনে। গ্রিন লাইনে ৯০টি ট্রেন চালানো হবে। ওই দিন দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়বে সকালে ৬টা ৫০ মিনিটে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা। আবার

দমদম থেকে দক্ষিণেশ্বর ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রোও ছাড়বে সকাল ৭টায়। সময় সূচিতে কোনও বদল আসছে না। 

শেষ মেট্রোর সময়েরও কোনও বদল করা হচ্ছে না। কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০ মিনিটে। সেই সঙ্গে সল্টলেক থেকে সেক্টর ফাইভগামী মেট্রোতেও সময় কোনও বদলাচ্ছে না।

Comments are closed.