বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, শক্তি বাড়াচ্ছে বর্ষা! শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যে বৃষ্টি

ফের শক্তি বাড়াচ্ছে বর্ষা! শুক্রবার পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী দু’দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই। বুধবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।

একই পরিস্থিতি উত্তরবঙ্গের জেলায় জেলায়ও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয় সহ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গেও চলতি সপ্তাহজুড়ে বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে।

Comments are closed.