ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত দুই; পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 

ঝাড়গ্রামে সন্তানহারা হাতির হামলায় দু’জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে মৃত সহধর মাহাতো এবং অনন্ত জানার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবার প্রতি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ-এর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

বনদফতরের তরফে জানা গিয়েছে, বুধবার ভোরে  ১৫টি হাতির একটি দল খড়গপুর বন বিভাগের অন্তর্গত সাঁকরাইল রেঞ্জের রোহিণীর দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জের দিকে আসছিল। দলটির সঙ্গে দুটি হস্তিশাবকও ছিল। একটি হস্তিশাবক হঠাৎই গর্তে পড়ে যায়। সেখানে প্রচুর জল থাকায় ডুবে মৃত্যু হয় হস্তিশাবকটির। সন্তান হারিয়ে মা হাতিটি বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছোটা শুরু করে। এদিকে হাতি মৃত্যুর খবর ছড়াতেই প্রচুর গ্রামবাসী হাতি দেখতে রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় ভিড় করে। গ্রামবাসীদের লক্ষ্য করে আচমকাই মা হাতিটি তেড়ে যায়। চারদিকে হুলুস্থুল পরস্থিতি। দুই গ্রামবাসীকে নাগালের মধ্যে পেয়ে মুহূর্তের মধ্যে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে মা হাতিটি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

Comments are closed.