পর্যটন শিল্পের খুঁটিনাটি নিয়ে জানতে আগ্রহী! অনলাইনে বিশেষ কোর্স করাচ্ছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির
ভ্রমণ প্রিয় নন এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। অবসর পেলেই দৈনন্দিন জীবন থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়তে চান সিংহভাগ মানুষই। তবে এঁদের মধ্যে অনেকেই আছেন যাঁদের কার্যত পায়ের তলায় সর্ষে। জীবনের মূল লক্ষ্যেই হয়ে দাঁড়ায় দেশ বিদেশে ঘুরে বেড়ান। তাই অনেকেই ওদের মধ্যে পর্যটনকে কেন্দ্র করেই নানান রকম পেশা বেছে নেন। পর্যটন শিল্প নিয়ে নতুন প্রজন্মের মধ্যেও আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। পর্যটনকে জীবিকা করতে চান, এমন মানুষদের জন্য এবার একটি চমকপ্রদ কোর্স শুরু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
পর্যটন এবং ভ্রমণ নিয়ে এমন অনলাইন কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রামকৃষ্ণ মিশনের তরফে। এর জন্য শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন এই কোর্সটির মেয়াদ চার মাস। পুরুষ এবং মহিলা উভয়ই এই অনলাইন কোর্সটি করতে পারবেন। ক্লাস হবে ইংরেজি মাধ্যমে। কোর্সের ফি রাখা হয়েছে ৪ হাজার টাকা। থিওরি ক্লাস হবে সপ্তাহের প্রতি শনিবার বিকেল ৪টে থেকে ৬টা। মোট ৩০ ঘণ্টা ধরে পাঠক্রমের ক্লাস নেওয়া হবে। কোর্সের শেষে একটি পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েব সাইটে গিয়ে কোর্সের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Comments are closed.