কলকাতায় শুরু হচ্ছে দেব দীপাবলি উৎসব; মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের সূচনায় মেয়র ফিরহাদ হাকিম 

বেনারসের আদলেই এবার কলকাতার ঘাটে প্রথমবারের জন্য পালিত হবে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভার উদ্যোগে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাজা কদমতলা ঘাটে ওই উৎসবের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই উৎসবের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে ওই উৎসবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ফিরহাদ হাকিমই ওই অনুষ্ঠানের সূচনা করবেন বলে জানা গিয়েছে। 

এই বাজা কদমতলা ঘাটেই চলতি বছরে গঙ্গা আরতির সূচনা করা হয়েছিল। উদ্যোগে ছিল কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রীই সেই গঙ্গা আরতির সূচনা করেছিলেন। প্রতিদিনই সেখানে গঙ্গা আরতি হয়। যা দেখতে অসংখ্য মানুষ জমায়েত করেন। এবার সেখানেই কলকাতা পুরসভার উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি উৎসব। 

ইতিমধ্যেই জোর কদমে উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দেব দীপাবলি উৎসব উপলক্ষ্যে প্রায় ১০ হাজার প্রদীপে সাজানো হবে গঙ্গার ঘাট। প্রথম বার এই উৎসবের আয়োজনে যাতে কোনও খামতি না থেকে যায়, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে কলকাতা পুরসভা। সেই সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা পুলিশের সঙ্গেও একপ্রস্ত আলোচনা হয়েছে কলকাতা পুরসভার আধিকারিকদের। 

উল্লেখ্য বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ গঙ্গার ঘাটে মহা সমারোহে পালিত হয় দেব দীপাবলি উৎসব। কয়েক লক্ষ প্রদীপে সাজিয়ে তোলা হবে গঙ্গার ঘাট চত্বর। এই অনুষ্ঠান দেখতে বিশ্বের নানান প্রান্ত থেকে বহু মানুষ বেনারসে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। 

Comments are closed.