২০২৬ সালে তৃণমূল ফের ক্ষমতায় ফিরবে, আত্মবিশ্বাসী ঘোষণা মমতা ব্যানার্জির

কেউ বলছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে বাংলায় হয়তো তৃণমূলই ফের আসবে? আপনার মত কী, এই প্রশ্নের উত্তরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, ‘হয়ত নয়! আমরাই আসব। বাংলার মানুষের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা আছে।’ মাত্র একবছর পর ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

১৩ বছর ধরে বাংলার শাসন ক্ষমতায় থাকা তৃণমূলের নবান্নে কর্মকাণ্ডের পরিধির বছর যে আরও সুদীর্ঘ হবে, সেটা ছক্কা হাঁকিয়ে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বৈদ্যুতিন সাংবাদ মাধ্যমের শুক্রবার সম্প্রচারিত অনুষ্ঠানে মমতা বলেন, ‘বাংলার মানুষ আমাদের কাজকে গ্রহণ করেছেন। আর সর্বধর্মের পীঠস্থান বাংলা। তাই তৃণমূল এক নম্বর স্থানে আছে, এক নম্বর স্থানেই থাকবে।’ রাজনৈতিক মহল মনে করছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে ২০২৪ সালের শেষ মাসে দাঁড়িয়ে ২০২৬ সালের ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

যে বিজেপি ২০২১ সালে বাংলায় ২০০ আসন জয়ের টার্গেট নিয়েছিল, ফের ২৬’এ ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর, তাদের উদ্দেশেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। তাৎপর্যপূর্ণ হল, ছাব্বিশ সালের লড়াইয়ে মমতার সঙ্গী হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? কেন না ওই অনুষ্ঠানেই মমতার কণ্ঠে যখন ছাব্বিশে ক্ষমতা ধরে রাখার প্রত্যয়ী সুর, তখন তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সৌরভ বোল্ড আউট করবে।’ এই বক্তব্যের সূত্র ধরে ওই অনুষ্ঠানেই অপর এক প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেন, তাহলে কি ছাব্বিশ সালে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের? উত্তরে সৌরভ বলেন, আমি ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পরি। রাজনীতির বিষয়ে নয়। আর এটা সঠিক প্ল্যাটফর্ম নয় এই প্রশ্নের উত্তর দেওয়ার। একইসঙ্গে মমতাও বলেন, ঠিকই বলেছে ও।

Comments are closed.