গঙ্গাসাগর মেলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, সকলেই বুঝতে পারছেন, এবারের পরিস্থিতি বেশ ভালনারেবল। তাই নীরবে নজরদারি বাড়াতে হবে। নেভি, কোস্ট গার্ড, আইবি, পুলিসকে সমন্বয়ে রেখে নজরদারি চালাতে হবে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মুখে না বললেও সেই কারণেই যে আগাম এই সতর্কবার্তা, বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, এবার প্রায় ১২ হাজার পুলিস নিযুক্ত করা হচ্ছে। ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেগুলির উচ্চতাও বাড়াতে হবে, যাতে অনেকটা এলাকাজুড়ে নজরদারি চালানো যায়। শুধু তাই নয়, তাঁর নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনওভাবে পুলিস তুলে নেওয়া যাবে না। পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে ইসরোর সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে বাস থেকে শুরু করে ভেসেলের উপর নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি ৬ ও ৭ জানুয়ারি গঙ্গাসাগর যাবেন। ৮ তারিখ কলকাতায় ফিরে পরের দিন বাবুঘাটে পুণ্যার্থীদের সঙ্গে দেখা করবেন। কোন মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আধিকারিক কোন এলাকার দায়িত্বে থাকবেন, এদিনের বৈঠকে তাও ঠিক করে দেন মমতা।
Comments are closed.