সিবিআই তদন্তে অসন্তোষ আর জি করে নির্যাতিতার পরিবারের, তবে হাইকোর্ট শুনল তা তাদের আবেদন

আর জি কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মামলা শুনলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকাকালীন সিঙ্গল বেঞ্চ এই মামলা শুনতে পারে কি না, তা স্পষ্ট করতে পরিবারকে উপযুক্ত বেঞ্চের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। এক্ষেত্রে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে হবে তাঁদের।

ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়, তা সিঙ্গল বেঞ্চে জানাতে হবে আগামী ১৫ জানুয়ারি। 
মঙ্গলবার মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, আমরা স্বচ্ছ তদন্তের কথা বলেছি।

সিবিআইয়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। সেখানে একাধিক স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। সম্ভবত হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত চলছে।
সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে এদিন সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল এসইউসিআই পন্থী চিকিৎসকদের একাধিক সংগঠন। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারী চিকিৎসকরা সিজিও কমপ্লেক্সে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। পুলিস সেই তালা খুলে দিলে তুমুল ধস্তাধস্তি শুরু হয়।

Comments are closed.