বিনামূল্যে রেশন কি তুলে দেবে কেন্দ্র, জল্পনা

গত ১০ বছরে দেশে গরিবি রেখার বাইরে আনা হয়েছে ২৪ কোটি ৮২ লক্ষ নাগরিককে। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া সিন্স ২০০৫-০৬ শীর্ষক রিপোর্টে এমনটাই জানিয়েছে নীতি আয়োগ। এবার কি ৮১ কোটি ৩৫ লক্ষ জনতাকে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করে দিতে চলেছে মোদি সরকার?

নাকি কমিয়ে দেওয়া হতে পারে গ্রাহক সংখ্যা? আবার আগের মতোই গাঁটের কড়ি খরচ করে কিনতে হবে খাদ্যশস্য? নীতি আয়োগের এক অভ্যন্তরীণ বৈঠকের আলোচনায় এমনই আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার নীতি আয়োগে ছিল ‘ওয়ার্কিং গ্রুপ অব মডেল ফেয়ার প্রাইস শপ’ শীর্ষক বিশেষ কমিটির বৈঠক। সেখানেই রেশন দোকানদারদের উপার্জন বাড়ানোর লক্ষ্যে একটি প্রস্তাব রাখা হয়।

নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডঃ যোগেশ সুরি বলেন, ‘আপনারা যদি গ্রাহকের থেকে কিলো প্রতি এক থেকে দেড় টাকা নেন, কেমন হয়? তাহলে গ্রাহক প্রতি পাঁচ থেকে সাড়ে সাত টাকা বাড়তি উপার্জন হতে পারে।’ প্রয়োজনে সরকার এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তাতেই উস্কে গিয়েছে জল্পনা— তবে কি বিনামূল্যে রেশন তুলে দিতে চলেছে মোদি সরকার?
নীতি আয়োগের এই প্রস্তাবের মধ্যেই মোদি সরকারের আসল উদ্দেশ্য লুকিয়ে রয়েছে বলে মনে করছেন অনেকে। দোকানদারদের উপার্জন বৃদ্ধির ইস্যুকে ঢাল করে আদতে ফ্রি খাদ্যশস্য দেওয়ার কর্মসূচি বন্ধ হতে পারে।

Comments are closed.