সামাজিক সুরক্ষা প্রকল্পে পৌনে ২ কোটি উপভোক্তাকে প্রতি মাসের জমা টাকার হিসেব দেবে নবান্ন

২০০১ সাল থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য একাধিক স্কিম চালু হয়েছিল। ২০১১ সালে রাজ্যে সরকার বদলের পর পর্যায়ক্রমে সমস্ত স্কিম একছাতার তলায় এনে সামগ্রিকভাবে এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছিল।

এবার প্রতি মাসে এসএমএসের মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসেব পাবেন রাজ্যের ১ কোটি ৭৬ লক্ষ উপভোক্তা। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য প্রভিডেন্ট ফান্ডের মতো, কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাংলার একজন ব্যক্তি ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে, ষাট বছর হওয়ার পর একসঙ্গে পাবেন ২ লক্ষ ৭২ হাজার টাকা। এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ১ কোটি ৭৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। 
এঁদের প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করতে হয়। আগে মাথাপিছু ২৫ টাকা দিতে হতো উপভোক্তাকে এবং বাকি ৩০ টাকা দিত রাজ্য সরকার।

২০২০ সালের এপ্রিল মাস থেকে এই অনবদ্য প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্য বহন করে। তবে প্রতি মাসে প্রত্যেকের নামে প্রদেয় টাকা আদৌ জমা পড়ছে কি না—তা জানতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যায়। এখন থেকে প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই সেই তথ্য উপভোক্তাদের জানাতে চাইছে রাজ্য সরকার।

Comments are closed.