আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে তুলে ধরল রাজ্যের শাসকদলের মহিলা সংগঠন।
শনিবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে নতুন স্লোগানও শোনা গেল। ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ স্লোগানটি বেঁধে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই।
২০২৬ বিধানসভা ভোটের আগে নারীশক্তিকে আরও জাগ্রত করে তোলার বার্তা দিল মহিলা তৃণমূলের এই কর্মসূচি।
প্রতি বছরই নারী দিবসে কর্মসূচি পালন করে থাকে মহিলা তৃণমূল। তার পরিকল্পনা করে দেন দলনেত্রী নিজেই।লড়াই উন্নয়নে মমতা মডেলকে থিম করে নারী দিবসে মহিলা তৃণমূলের নতুন স্লোগান – ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’।
দেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে এগিয়ে বাংলা। গত ১৫ বছর ধরে বাংলার শাসনক্ষমতার রাশ ধরে রেখেছেন লড়াকু নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংসদে সর্বোচ্চ মহিলা প্রতিনিধি। নাগরিক পরিষেবার ক্ষেত্রেও নারীদের অগ্রাধিকার। নারীশিক্ষা বিস্তারে ‘কন্যাশ্রী’ প্রকল্প থেকে গৃহবধূদের জন্য ‘লক্ষ্ণীর ভাণ্ডার’, মমতার মস্তিষ্কপ্রসূত সবকটি প্রকল্পেই অসামান্য সাফল্য এসেছে।
Comments are closed.