বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে উদ্যোগী রাজ্য, আনা হবে বিল, বিধানসভায় জানালেন শিক্ষা মন্ত্রী
কলকাতা সহ রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগামহীনভাবে ফি বাড়ানোর অভিযোগ উঠছে বহুদিন ধরেই। এবার এই লাগামছাড়া ফি বৃদ্ধি রুখতে নিয়ন্ত্রণের ভাবনা রাজ্য সরকারের। শিগগিরই এনিয়ে বিধানসভায় বিল আনা হতে পারে। মঙ্গলবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সোমবার থেকে বিধানসভায় দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হয়েছে। চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিজেপির এক বিধায়ক বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে সরকারের পদক্ষেপের কথা জানতে চান। জবাব দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ থেকে শুরু করে নানা অভিযোগ আসছে সরকারের কাছেও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা ভেবেছেন।
আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনতে চলেছে, তাও জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুর এই বক্তব্যকে সমর্থন জানান। স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে তৈরি হবে একটি কমিশন। উচ্চহারে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান হবে কমিশনের মাধ্যমে।
Comments are closed.