ক্ষুদ্র শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্পেও দেশের মধ্যে প্রথম সারিতে বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী

সাম্প্রতিক কয়েক বছর ধরে রজ্যে বৃহৎ শিল্প নিয়ে নানা সমালোচনা হচ্ছিল। বুধবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৃহৎ শিল্পক্ষেত্রেও বাংলা এখন প্রথম সারিতে। বিনিয়োগের ক্ষেত্রে গত এক বছরে রাজ্য শীর্ষ স্থান দখল করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে রাজ্য এই ক্ষেত্রে আরও উপরে উঠে আসবে।

বৃহৎ শিল্পে এ বার বড় সাফল্য বাংলার। ক্ষুদ্র-ছোট এবং মাঝারি (এমএসএমই) শিল্পে রাজ্য যে এক নম্বরে, তা কেন্দ্রের রিপোর্টেই বলা হয়েছে। এমনকী, কৃষি নির্ভর নয় এমন শিল্পেও রাজ্য দ্বিতীয়। অসংগঠিত উৎপাদন শিল্প ক্ষেত্রে (ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি) মহিলা মালিকানাধীন শিল্পেও রাজ্য এক নম্বরে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী শিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে অগ্রণী রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বড় শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে বাংলা।

Comments are closed.