ভোটের পরই তৎপরতা শুরু বিরোধী শিবিরের, কলকাতায় এসে মমতার সঙ্গে কথা বললেন চন্দ্রবাবু নাইডু

বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা বিজেপিকে অনেক এগিয়ে রাখলেও দমে যেতে রাজি নয় বিরোধী শিবির। সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিরোধী নেতা-নেত্রীরা নিজেদের মধ্যে যোগাযোগ, কথাবার্তা অক্ষুন্ন রাখলেন। এদিন সকালে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পর সন্ধ্যায় কলকাতায় এলেন টিডিপি প্রধান এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
পাশাপাশি, এদিন সকালেই উত্তর প্রদেশে অখিলেশ যাদব এবং মায়াবতী বৈঠক করেন। যদিও বৈঠকের পর কেউই কিছু বলতে রাজি হননি।
সূত্রের খবর, মঙ্গলবার দেশের বিরোধী দলগুলি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবে বলে ঠিক হয়েছে। ইভিএমের নিরাপত্তা নিয়ে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনে দাবি জানাবেন বলে ঠিক হয়েছে।
এদিকে এদিন কলকাতায় চন্দ্রবাবু নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ফলের পর বিরোধী দলগুলির সম্ভাব্য সমীকরণ নিয়ে কথা হয়। অভিন্ন কর্মসূচি তৈরি করা নিয়ে কথা বলছেন বিরোধী নেতা-নেত্রীরা।
এদিকে বুথ ফেরত সমীক্ষায় উজ্জীবিত এনডিএ শিবির। মঙ্গলবারই এনডিএ দলগুলির বৈঠক রয়েছে দিল্লিতে।

Comments are closed.