নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন ভূরি ভূরি অভিযোগে সোচ্চার হয়েছে বিরোধীরা, তখন প্রণব মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, কমিশনের পরিচালনায় নির্বিঘ্নেই সম্পন হয়েছে ভোট। তারপর ২৪ ঘন্টাও কাটল না। এবার ইভিএম কারচুপি অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রণব মুখোপাধ্যায়। বললেন, দায় নিতে হবে কমিশনকেই। ২৪ ঘন্টার ব্যাবধানে প্রাক্তন রাষ্ট্রপতির দু’রকম মন্তব্যকে পরস্পর বিরোধী বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মঙ্গলবার প্রণব মুখোপাধ্যায় একটি বিবৃতি ট্যুইট করেন। তাতে তিনি লিখেছেন, বিভিন্ন জায়গা থেকে ভোটারদের রায়ের ওপর কারচুপির যে অভিযোগ আসছে, তাতে তিনি চিন্তিত। গণতন্ত্রের ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। ইভিএম কারচুপি নিয়ে যে ধরণের জল্পনা চলছে তাতে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা জরুরি বলে মনে করছেন প্রাক্তন রাষ্ট্রপতি। প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর বিবৃতিতে লিখেছেন, যে গুজব গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলে, তার কোনও জায়গা নেই।
উত্তর প্রদেশ, বিহার, পঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে ইভিএমে কারচুপি এবং প্রাইভেট গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়ার মারাত্মক অভিযোগ তুলছে বিরোধীরা। এই প্রেক্ষিতেই প্রণব মুখোপাধ্যায়ের এই বিবৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর বিবৃতিতে প্রাক্তন রাষ্ট্রপতি আরও লেখেন, দেশের প্রতিষ্ঠানের প্রতি আস্থাশীল মানুষ হিসেবে তাঁর মত, যাঁরা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাঁদের উপরই নির্ভর করছে প্রতিষ্ঠান কীভাবে চলবে। দেশের মানুষের রায় নিয়ে যাতে ন্যূনতম সন্দেহ না থাকে, তার জন্য নির্বাচন কমিশনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত প্রণব মুখোপাধ্যায়ের। এভাবে প্রাক্তন রাষ্ট্রপতি আসলে নির্বাচন কমিশনকে নিজের দায়িত্ব স্মরণ করিয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে।
Comments are closed.