প্রবল দূষণে জেরবার দিল্লি। বন্ধ করা হয়েছে স্কুল। দূষণের ধাক্কায় কোপ পড়েছে পড়াশোনাতেও। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রাথমিকের ক্লাসগুলি অনলাইনে করার কথা হয়েছিল আগেই। পরে দূষণের বাড়বাড়ন্তে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন পদ্ধতিতে চলে গিয়েছে পড়াশোনা। একাদশ শ্রেণিও অনলাইনেই পড়াশোনা করছে। কিন্তু সেই সুবিধা পাচ্ছে না দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। প্রবল দূষণের মধ্যেই বাড়ির বাইরে বেড়িয়ে স্কুলে যেতে হচ্ছে তাদের। এই বিষয়টি নিয়েই এ বার পদক্ষেপ করতে বলেছে সুপ্রিম কোর্ট।
সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শ্রেণির অফলাইন ক্লাস বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চেয়ে একটি মামলা দায়ের হয়েছিল। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে শুনানি হয়েছে। সেখানে মামলকারীর তরফে আবেদন করা হয়, যাতে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাসও অফলাইনে না হয়, সেই সংক্রান্ত কোনও নির্দেশের জন্য।
Comments are closed.