বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এক বছর উপলক্ষ্যে শহরের বুকে বর্ণাঢ্য শোভাযাত্রা হল। শোভাযাত্রার নেতৃত্ব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন শহরের রাস্তায় রংবেরঙের পোশাক পড়ে এবং নানা ধরনের বাদ্যি ও মহিলা ঢাকিদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। তিনি জানান, প্রতি বছরের মতো এই বছরও দক্ষিণ কলকাতার ত্রিকোণ পার্কে হবে মৃন্ময়ী উৎসব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করে এই শোভাযাত্রা বলে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
উল্লেখ্য, বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। এই উপলক্ষ্যে এই বছর বাংলায় দুর্গাপুজো শুরু হয়েছে এক মাস আগেই। ১ সেপ্টেম্বর কলকাতায় মহামিছিল হয়। সেই মিছিলে অংশ নেন ইউনেস্কোর প্রতিনিধিরা।
এর আগে ভারতের মোট ৪টি উৎসব ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে। তার মধ্যে ছিল পুরুলিয়ার ছৌ নাচও। এছাড়াও রয়েছে লাদাখের বৌদ্ধ আরাধনা এবং মণিপুরের সংকীর্তন। ২০১৮ সালে কুম্ভমেলাকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। এছাড়া ইউনেস্কোর তালিকায় থাকা ‘নাভরোজ’ উৎসব ভারতীয় পার্সিদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। সেই তালিকাতেই নতুন জায়গা পেয়েছে দুর্গাপুজো।
Comments are closed.