দার্জিলিংকে দূষণমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ। যত্রতত্র ধূমপান করলে, থুতু, ময়লা ফেললে দিতে হবে জরিমানা। দার্জিলিং পুরসভা নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে একথা। শনিবার থেকেই নতুন নিয়ম লাগু হচ্ছে।
দার্জিলিং পুরসভার তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রকাশ্যে ধূমপান করলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। থুতু ফেললে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেললে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। কোনওভাবেই কেউ যেন এই নির্দেশিকা অমান্য না করতে পারে, তাই দার্জিলিং ম্যাল থেকে শুরু করে বাজার, স্টেশন সব জায়গায় নজরদারি চালানো হবে। একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। কেউ নির্দেশ অমান্য করছে দেখতে পেলেই জানানো যাবে ওই নম্বরে। এই ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।
পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, আগেও এই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু, জরিমানা ছিল না বলে কেই মানতেন না এই নির্দেশিকা। তাই এবার কড়া হাতে দূষণ মোকাবিলায় পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.