ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন একদল তরুণ-তরুণী

ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন একদল তরুণ-তরুণী। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত এক ক্যাম্পে প্রায় ৩০ জন ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করলেন।

রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে ওয়েস্ট বেঙ্গল হেয়ার ডোনার্স অর্গানাইজেশন একটি হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করে। সেখানে চুল দান করেন ওই তরুণ-তরুণীরা। তাঁরা জানিয়েছেন, এভাবেই ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু করতে পেরে তাঁরা নিজেদের ধন্য মনে করছেন। এমনকি ভবিষ্যতেও এইভাবে ক্যান্সার আক্রান্তদের জন্য কাজ করতে চান তাঁরা বলে জানিয়েছেন।

ওই সংস্থার এক সদস্য জানিয়েছেন, দান করা চুলগুলি খড়গপুরে ওই সংস্থার প্রধান অফিসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কেরালায় এই চুলগুলি নিয়ে গিয়ে নকল চুল তৈরি করা হবে। এরপর ফের খড়গপুর নিয়ে আসা হইবে নকল চুলগুলি। সেখান থেকেই বিভিন্ন জায়গায় বিনামূল্যের দেওয়া হবে ওই চুল।

ক্যান্সার রোগীদের কেমো থেরাপির ফলে শিব চুল নষ্ট হয়ে যায়। আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যান্সার রোগীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেয়ার ডোনার্স অর্গানাইজেশন রাজ্যের আরও অন্যান্য জায়গায় আগামী দিনেও এরকম ক্যাম্প করবে। কয়েকদিন পর হলদিয়ায় এরকম একটি ক্যাম্প হবে।

Comments are closed.