সপ্তাহের প্রথম দিন। ট্রেনের মধ্যে দীর্ঘক্ষণ আটকে পড়েছেন যাত্রীরা। পুজোর ছুটি কাটিয়ে অনেকেই এদিন প্রথম এসেছেন অফিস। কিন্তু সোদপুরে লাইনের ওপর আটকে পড়ে একটি লরি। এরপরে ওই লাইন দিয়ে বন্ধ হয়ে যায় আপ ও ডাউন সব ট্রেন চলাচল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এরপর দীর্ঘক্ষণ চেষ্টার পর ওই লরিটি সরিয়ে ফেলা হয়। ট্রেন থেকে নেমে অন্য পথে অফিস পৌঁছানর চেষ্টা করেন অনেকে।
জানা গিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনার সোদপুরে ৮ নম্বর রেলগেট দিয়ে পারাপার করছিল একটি লরি। সেইসময় হঠাৎ বিকল হয়ে যায় লরিটি। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও খড়দহ থানার পুলিশ। লরিটিকে সরানোর কাজ শুরু হয় জোরকদমে। অবশেষে লরিটি সরানোর পর শুরু হয় ট্রেন চলাচল।
তবে এই ঘটনায় বেশকিছু যাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই লরি পারাপারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান অনেকে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
Comments are closed.