একটি বিদেশি সাইকেল বিক্রির জন্য অনলাইনে কেনাবেচা সংক্রান্ত এক সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন কলকাতার তপসিয়ার একটি আবাসনের এক বাসিন্দা। ওই বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি নিজেকে বিএসএফের অফিসার পরিচয় দিয়ে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। বলেন, বর্ডারে টহলদারির জন্য তাঁর সাইকেল দরকার।
অনেকদিন ধরেই ভালো বিদেশি সাইকেলের খোঁজ করছেন তিনি। কথার মারপ্যাঁচে তিনি একবারও বুঝতে দেননি যে, এর পিছনে জালিয়াতির ফন্দি আছে। তার পাল্লায় পড়ে পাঁচ লক্ষ টাকা খুইয়েছেন তপসিয়ার ওই বাসিন্দা। তিনি ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তপসিয়া থানায়। অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় কেস রুজু করে শুরু করেছে পুলিস।
Comments are closed.