নগদে কোনও বড় অঙ্কের লেনদেন হলে ৫০০ এবং ২০০০ টাকার নোট থাকবেই। তবে এর মধ্যে ২ হাজারের তুলনায় ৫০০ টাকার নোটের ব্যবহারই বেশি হয়। তবে জাল নোট নিয়ে কলকাতা পুলিশ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে। যাতে ৫০০ টাকার নোট নিয়ে সাধারণ মানুষকে কার্যত সতর্ক করা হয়েছে। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ২০০০ টাকার নোটের তুলনায় বাজারে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা অনেক বেশি। পড়শি দেশ থেকে এখনও জাল নোট বাজারে ঢুকছে।
গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, ২০২১ এবং ২০২২-দু’বছরই ২ হাজারের জাল নোটের তুলনায় ৫ গুন্ বেশি ৫০০ টাকার জাল নোট পাওয়া গিয়েছে। জেলার পুলিশের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের ওই রিপোর্টে বলা হয়েছে, শুধু ২০২১ সালেই ৯৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। যেখানে ২০০০ টাকার জাল নোটের সংখ্যা ছিল ২,৩০০ টি, কিন্তু ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ছিল ১০ হাজার ৭০০ টি। চলতি বছর অর্থাৎ ২০২২ সালেও রাজ্য পুলিশ বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ২ হাজার টাকার নোটের সংখ্যা ছিল ৭৬২টি এবং ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ছিল ৩ হাজার সাতশোটি। এখনও পর্যন্ত মোট ৪০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দারা।
পুলিশের দাবি, কখন কখনও পাকিস্তান-বাংলাদেশ হয়ে মালদা দিয়ে রাজ্যে জাল নোট ঢুকছে। আবার পাকিস্তান-বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়েও পশ্চিমবঙ্গে জাল নোট ঢুকছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জাল নোটের উৎস হিসেবে প্রতিবেশী দেশ নেপালের নামও গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Comments are closed.