শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি এই ঘটনা ঘটালো তা নিয়ে এবার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল লালবাজার। মুখ্যমন্ত্রীর বাড়িতে এ ধরণের অনুপ্রবেশের ঘটনা নিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ি এবং নবান্নেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবার এই ঘটনায় সিট গঠন করল লালবাজার।
সূত্রের খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তায় কোনও রকমের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ৮-১০ জন সদস্যের সিট গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা। এছাড়াও থাকবেন এসটিএফের ডেপুটি কমিশনার, গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার সহ গোয়েন্দা বিভাগের অন্যান্য আধিকারিকরা। সে রাতে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সিটের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করবে। পাশপাশি ধৃত ব্যক্তিকেও জেরা করবেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সে রাতে পুলিশ কর্মীরা নিজেদের ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। যার জেরেই তাঁদের চোখ এড়িয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
Comments are closed.