রাজ্য সরকার সিট গঠন করেছে। মুখ্যসচিব এবং ডিজির নেতৃত্বে তদন্ত করবে সিট। দোষী যেই হোক, ছেড়ে কথা বলা হবে না। ছাত্রনেতা আনিস খান হত্যা প্রসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, এদিনই নিহত ছাত্রনেতার পরিবারকে নবান্নে ডেকে পাঠিয়েছেন তিনি।
ছাত্রনেতা আনিস খানের খুন নিয়ে গত দু’দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে বাম ছাত্র সংগঠনগুলি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ইতিমধ্যেই এর জন্য মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের নেতৃত্বের সিট গঠিত হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক। কাউকে রেওয়াত করা হবে না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আনিসের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল।
উল্লেখ শুক্রবার রাতে পুলিশ পরিচয়ে আনিসের বাড়িতে যান তিনজন। নিহতের পরিবারের দাবি, আততীয়রা নিজেদের আমতা থানার পুলিশ বলে পরিচয় দেয়। পরিবারের অভিযোগ, তিন জনের মধ্যে একজন উর্দিধারী আনিসের বাবাকে আটকে রাখে, বাকি দু’জন ছাদে গিয়ে সেখান থেকে আনিসকে ধাক্কা মেরে ফেলে খুন করে। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা ছাড়ায়। প্রসঙ্গত এদিন আনিসের বাড়িয়ে যান রাজ্যের মন্ত্রী পুলক রায়।
Comments are closed.