কলকাতায় মোট ১৩ টি ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি হবে, জুন মাস থেকে কাজ করবে স্টেশনগুলি
দূষণমুক্ত শহর গড়তে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার
কলকাতায় ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতায় মোট ১৩ টি চার্জিং স্টেশন তৈরি হবে। সবকটি স্টেশনই তৈরি হবে কলকাতা পুরসভার নিজস্ব জায়গায়। দুষণমুক্ত শহর গড়ে তুলতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। তাই শহরে দূষণহীন যানবাহনের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে কলকাতা পুরসভা। জুন মাস থেকে এই স্টেশনগুলি কাজ করা শুরু করবে।
কলকাতা পুরসভা সূত্রের খবর, এই স্টেশনগুলি তৈরি হবে এজেসি বোস রোড, গার্ডেনরিচ, রফি আহমেদ কিদোয়াই রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট, রাজা রামমোহন সরণী, ক্ষুদিরাম বোস সরণী, বেথুন রো ইস্ট, সুন্দরী মোহন অ্যাভিনিউ, সুরেন্দ্ররঞ্জন রায় রোড, রবীন্দ্র সরোবর, ডাক্তার সুকেশ সরকার রোড, আব্দুল রসুল অ্যাভিনিউ এবং কারবালা ট্রাঙ্ক রোডে। এই ১৩টি স্টেশনে প্রায় ১২ টি গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রতিটি স্টেশনে দুই ধরণের চার্জার থাকবে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অন্যটি কম ক্ষমতাসম্পন্ন। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, যে কোনও ধরণের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। স্কুটার, বাইক ও চার চাকার গাড়ি চার্জ দেওয়া যাবে। এছাড়াও সরকারি বাস চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে।
এই বিষয়ে মার্চ মাসে কলকাতা পুরসভার সঙ্গে একটি বেসরকারি সংস্থার চুক্তি হয়েছে। এই বেসরকারি সংস্থা পুরসভার পার্কিং লটে চার্জিং স্টেশনের পরিকাঠামো তৈরি করবে। স্টেশন চালানো ও রক্ষণাবেক্ষণ করবে ওই বেসরকারি সংস্থাই।
Comments are closed.