গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে ভক্তদের ভিড়। গত দু’বছর করোনার জন্য দীক্ষাগুরুর আশীর্বাদ পাননি ভক্তরা। কিন্তু এই বছর গুরু পূর্ণিমার দিন খোলা ছিল মঠের দরজা। ফলে সকাল থেকেই ভিড় জমান পূণ্যার্থীরা।
গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে এদিন বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় মঙ্গলারতি দিয়ে। সকাল ৯.৩০ নাগাদ প্রথমে প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজিকে প্রণাম করেন মঠের অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা। এরপর শুরু হয় ভক্তদের জন্য গুরু প্রণাম। সাড়ে দশটায় শুরু হয় প্রণাম। প্রণাম পর্বের পর ভক্তরা বেলুড় মঠে প্রসাদ নেন। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ বলেন, আদি গুরু ব্যসদেবের জন্মদিনে পালন করা হয় গুরু পূর্ণিমা।
তাই এই দিনটিকে গুরু প্রণামের দিন হিসেবে বেছে নেওয়া হয়। অন্যদিনের মতন সকালে মঙ্গলারতি হয়। এরপর ঠাকুরের পুজো হয়৷ হোম হয়৷ ঠাকুর, মা, স্বামীজিকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ মিশনের যেখানেই কেন্দ্র রয়েছে, সেখানেই আজকের দিনটি গুরুদের জন্য নিবেদিত৷ এই দিন রামকৃষ্ণ মিশনের দীক্ষার্থী ছাড়াও অন্য সব ভক্তরাও আসেন বেলুড় মঠে।
Comments are closed.