সব ঠিক থাকলে আগামী তিন বছরের মধ্যেই কলকাতা বিমানবন্দরে যাওয়ার জন্য চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে এমনটাই খবর। আর এর মধ্যেই জানা গেল এক চমকপ্রদ তথ্য। ফ্লাইট ধরার জন্য মেট্রো থেকে নেমে আর পায়ে হেঁটে যেতে হবে না যাত্রীদের। অন্য কোনও যানবাহনেরও প্রয়োজন হবে না। মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্টে টার্মিনালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ওয়াকালেটর। কর্তৃপক্ষের দাবি এই ওয়াকালেটরের মাধ্যমে মাত্র দু’মিনিটেই টার্মিনালে পৌঁছে যেতে পারেবন যাত্রীরা।
কী এই ওয়ালেটর? মেট্রোর এক আধিকারিকের কথায়, ওয়ালেটর কাজ করে ট্রেডমিলের মতো। চলতি কথায় একে চলমান ফুটপাতও বলা যেতে পারে। জানা গিয়েছে, নির্মীয়মান মেট্রো স্টেশন থেকে টার্মিনালের দুরুত্ব পাঁচশো মিটারের মতো। স্টেশন থেকে নেমে ওয়াকলেটরে পা রাখলেই মাত্র দু’মিনিটে যাত্রীরা পৌঁছে যাবেন টার্মিনালে। এয়ারপোর্ট অথরিটির দাবি, এই পরিষেবা চালু হলে, ভারী লাগেজ নিয়েও যাত্রীদের বিমানবন্দরে যেতে সমস্যা হবে না। একই ভাবে বিমানবন্দর থেকে ফেরার পথেও যাত্রীরা ওই ওয়াকলেটর ব্যবহার করে মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন।
Comments are closed.