রাস্তায় গাড়িতে তল্লাশি চালানোর সময় খুন রাঁচির মহিলা সাব ইন্সপেক্টরের। রাঁচির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৌশল কিশোর জানিয়েছেন, আগে থেকে সন্ধ্যা টোপনো নামে ওই সাব ইন্সপেক্টর খবর পেয়েছিলেন, একটি গাড়ি করে গবাদি পশু পাচার হচ্ছে। তিনি সেই পাচার রুখতে গেলে গাড়ির চালক ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গরু পাচার হচ্ছে এই খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে রাঁচির টুপুদানা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিলেন ঝাড়খণ্ড পুলিশের মহিলা সাব-ইনস্পেক্টর সন্ধ্যা টোপনো। সেই সময়ই একটি গাড়ি দাঁড় করাতে গেলে চালক গাড়িটিকে না থামিয়ে সোজা ধাক্কা মারেন সাব-ইনস্পেক্টরকে। সন্ধ্যা টোপনো টুপুদান ওপির ইনচার্জ ছিলেন।
মঙ্গলবার সকালেই হরিয়ানা পুলিশের এক ডিএসপি সুরেন্দ্র সিংহ অবৈধ খনন রুখতে গিয়ে খুন হন খনি মাফিয়াদের হাতে। তল্লাশি চালানোর সময় পাথর বোঝাই একটি ট্রাক তাঁকে পিষে দেয়। সেই ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মৃত ডিএসপির পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন পাশাপাশি পরিবারের একজনের চাকরির আশ্বাস দিয়েছেন তিনি।
Comments are closed.