স্বামী বিবেকানন্দের বাড়িতে অভিষেক ব্যানার্জি, ‘বীরসন্ন্যাসীর ভক্ত হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি’, বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিনে তাঁর পৈতৃক বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যান অভিষেক ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক তাপস রায়। ছিলেন শশী পাঁজা।

এদিন বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে আসার পর অভিষেক ব্যানার্জি বলেন, এখানে কোনও রাজনীতি করতে আসেনি। বীরসন্ন্যাসী, চির তারুণ্যের প্রতীক, স্বামীজির ভক্ত হিসেবে তাঁর প্রতিকৃতিকে শ্রদ্ধা জানাতে এসেছি। নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসেছি মহারাজদের। সকলের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন তথা যুব দিবস। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় পালিত হচ্ছে বিশেষ দিনটি। নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখাগুলিতে। সকাল থেকে বেলুড় মঠে উপচে পড়া ভিড় ছিল। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রচুর ভক্ত সমাগম হয়। এদিন সকালে স্বামীজির বিবেকানন্দের ভিটে বাড়ি সিমলা স্ট্রিটের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Comments are closed.