অভিষেককে ফের ইডি ডেকেছে, কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? চেতলার কর্মিসভা থেকে প্রশ্ন মমতা ব্যানার্জির
অভিষেককে বৃহস্পতিবার ফের তলব ইডির। কয়লাপাচারকাণ্ডে অভিষেক ব্যনার্জিকে ফের তলব করেছে ইডি। ভোটের দিন ঘোষণা হওয়ার পরেই এজেন্সি লেগে গেছে। চেতলায় কর্মিসভা থেকে ক্ষোভ প্রকাশ মমতা ব্যানার্জির।
বুধবার ভবানীপুরে উপনির্বাচন উপলক্ষ্যে প্রথম কর্মিসভা করেন মমতা ব্যানার্জি। সেই কর্মিসভা থেকে মমতার প্রশ্ন, অভিষেক ব্যানার্জিকে ইডি ডেকেছে। কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? ক্ষমতা থাকলে এখানে ডাকুন, কেন দিল্লিতে তলব? অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক, হুমকি তৃণমূল নেত্রীর।
এদিন মমতা বলেন, এদের কাণ্ড দেখে মনে হচ্ছে তুমি চুরি না করলেও তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? মমতা বলেন, এরা কংগ্রেস, শরদ পাওয়ারকে এজেন্সির ভয় দেখিয়েছে। তাঁর মুখে উঠে আসে নারদ মামলার কথা। বলেন, নারদ সুব্রত মুখার্জি নাম আছে, আসল চোরের নাম নেই। ত্রিপুরায় প্রসঙ্গ টেনে তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মিথ্যা কেস দিয়ে দেওয়া হচ্ছে। এদিন কর্মিসভায় তিনি বলেন, একুশের নির্বাচনে সমস্ত এজেন্সি, সব শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। একটা পা নিয়েই প্রচার করেছি। ইচ্ছা করে আমার পায়ে চোট দেওয়া হয়েছিল। কিন্তু ৩ দিন পর প্লাস্টার নিয়েই আমি বেরিয়ে পড়ি।
Comments are closed.