মোদীর সভা বাতিল সঙ্গে সঙ্গে প্রচারে নিষেধাজ্ঞা! কাকতালীয়, তাই না কমিশন? খোঁচা অভিষেকের
ট্যুইট করে নির্বাচন কমিশনকে কটাক্ষ অভিষেক ব্যানার্জির
যেই প্রধানমন্ত্রী বাংলায় সভা বাতিল করলেন তৎক্ষণাৎ রোড শো, বাইক মিছিলে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। একেবারে কাকতালীয় ব্যাপার তাই না ECI? ট্যুইট করে নির্বাচন কমিশনকে কটাক্ষ অভিষেক ব্যানার্জির।
দেশে করোনা ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় ভোট প্রচারে কমিশন কেন রাশ টানছে না, তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। তারপরই বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন।
শুক্রবার রাজ্যে প্রচারে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের জেরে বাতিল করতে হয় সফর। অভিষেকের অভিযোগ, এরপরই কমিশনের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হয়। এই ঘটনার পর সরাসরি কমিশনকে আক্রমণ করে অভিষেক ব্যানার্জি ট্যুইট করে লেখেন, যেই প্রধানমন্ত্রী বাংলায় তার মিটিং বাতিল করলেন, তখনই কমিশন নতুন নির্দেশিকা জারি করল। একেবারে কাকতালীয় ঘটনা! আরও যোগ করেন, EC আগেই পদক্ষেপ নিতে পারত। কিন্তু ওঁরা তো প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় ওঠে বসে!
I have cancelled all my public meetings henceforth & will reach out to people virtually.
Although 500 ppl are still allowed in public meetings, I'd urge the @ECISVEEP to stop them too.
Bengal wants to fight COVID while the Tourist Gang is busy fighting against Bengal! (2/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) April 22, 2021
এর পর আরও একটি ট্যুইট করে বলেন, আমি সব জনসভা বাতিল করে দিয়েছি। মানুষের কাছে পৌঁছব ভার্চুয়ালি। মোদী-শাহকে ট্যুরিস্ট গ্যাং আখ্যা দিয়ে লেখেন, বাংলা যখন করোনা থেকে বাঁচতে চাইছে তখন ট্যুরিস্ট গ্যাং বাংলা দখলের জন্য লড়াই করছে।
ভোট নিয়ে কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, করোনা নিয়ে নির্দেশিকা জারি করেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তা যথাযথ পালন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে।
Comments are closed.