শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির দায়ের করা মানহানির মামলায় স্থাগিতাদেশ কলকাতা হাইকোর্টের। গত বছর ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দিয়েই মেদিনীপুর কলেজ মাত্রের সভা থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর প্রতিটি জনসভা থেকেই একই শব্দবন্ধে অভিষেককে আক্রমণ করলেও তাঁর নাম নেননি শুভেন্দু।
এদিকে অভিষেক পালটা চ্যালেঞ্জ করে বলেছিলেন, ভাব বাচ্যে কথা না বলে ক্ষমতা থাকলে নাম বলো, দেখি কত বুকের পাটা!
এই ঘটনায় শুভেন্দুকে আইনি নোটিসও পাঠান অভিষেকের আইনজীবী। সেই সঙ্গে বর্ধমানের আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এদিন নিম্ন আদালতে দায়ের হওয়া এই মামলায় ৩১ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
Comments are closed.