শনিবার সন্ধে ৭, সব প্রশ্নের উত্তর দিতে হাজির হচ্ছেন অভিষেক ব্যানার্জি
লাইভ সভার ট্যাগ লাইন ‘ASK ME ANYTHING’
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা জারির পরই ভার্চুয়াল মিটিংয়ের সিদ্ধান্ত নেন অভিষেক ব্যানার্জি। শুক্রবার নিজে ট্যুইট করে জানিয়েছিলেন, বাকি দু’দফার সব জনসভা বাতিল করলাম। মানুষের কাছে পৌঁছব ভার্চুয়ালি। তবে কখন এবং কবে ভার্চুয়াল সভা করবেন সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি ট্যুইটারে।
শুক্রবার রাতে নিজের স্যোশাল হ্যান্ডেলে জানালেন ২৪ এপ্রিল সন্ধ্যে ৭ টায় ফেসবুক লাইভের মাধ্যমে ভার্চুয়াল সভা করবেন তিনি। লাইভ সভার ট্যাগ লাইন ‘ASK ME ANYTHING’।
বৃহস্পতিবার করোনা কালে বাংলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কমিশন শুধু নির্দেশিকা জারি করেই দায় সারছে। অথচ তাদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া আছে। এর পরই নড়েচড়ে বসে কমিশন। নির্বাচনী প্রচার নিয়ে এলো কড়া নিষেধাজ্ঞা। কমিশন জানায়, সবরকম রোড-শো, পদযাত্রা, বাইক মিছিল বন্ধ। জনসভায় সর্বাধিক ৫০০ জন লোক থাকতে পারবেন। কঠোরভাবে মানতে হবে করোনা বিধি।
Comments are closed.